শিমুরালি নদীয়া ঃ ২৬শে জানুয়ারী, শনিবার শিমুরালি আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ বিভুকণা আচার্য্যার উদ্যোগে ও বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দের অকুণ্ঠ সহযোগিতায় স্থানীয় উচ্চবিদ্যালয়ের ক্রীড়াঙ্গণে ৬৫জন ছাত্র-ছাত্রাকে ১২টি দলে ভাগ করে মোট ২৪টি ও অভিভাবিকাদের জন্যে একটি, মোট ২৫টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷
পতাকা উত্তোলন করে ক্রীড়ানুষ্ঠানের সূচনা ঘোষণা করেন আনন্দ মার্গ প্রচারক সংঘের মহিলা বিভাগের প্রধানা অবধূতিকা আনন্দবিশোকা আচার্য্যা৷
বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ অত্যন্ত দক্ষতার সঙ্গে ক্রীড়া পরিচালনা করেন৷ উক্ত ক্রীড়ানুষ্ঠানে অভিভাবকসহ অন্যান্য দর্শকবৃন্দ কচিকাঁচাদের ক্রীড়া দেখে ঘনঘন হাততালি দিয়ে ওদের উৎসাহিত করেন৷
ক্রীড়ানুষ্ঠানের শেষে প্রতিযোগিদের হাতেপুরস্কারগুলি তুলে দেন বিশিষ্ট অতিথিবৃন্দ---অবধূতিকা আনন্দবিশোকা আচার্য্যা, অবধূতিকা আনন্দ কীর্তিলেখা আচার্র্য্য, অবধূতিকা আনন্দসংশুদ্ধা আচার্য্যা, ব্রহ্মচারিনী অনন্যা আচার্যা ও অধ্যক্ষা অবধূতিকা আনন্দবিভুকণা আচার্যা৷