নদীয়া জেলার ত্রাণ কার্য

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

দেরীতে প্রাপ্ত খবরঃ

নদীয়া জেলার বেথুয়াডহরী সন্নিকট  স্থানীয় ক্ষিদিরপুর  আনন্দ মার্গ ইউনিবার্সাল রিলিফ টীম (এ্যামার্ট) কর্তৃক ত্রাণ বিতরণ।
নিজস্ব সংবাদ দাতাঃ পরমারাধ্য মার্গগুরু দেব শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শতবর্ষ জন্মদিন উপলক্ষে ০৭/০৫/২০২০ তারিখে নদীয়া জেলার বেথুয়াডহরীর কাছে ক্ষিদিরপুর গ্রামে লকডাউনে আটকে পরা আশিটি  ৮০ টি দুস্থ পরিবারকে  নদীয়া জেলার স্থানীয় ক্ষিদিরপুর  আনন্দ মার্গ ইউনিবার্সাল রিলিফ টীম (এ্যামার্ট) এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। প্রত্যেক দুস্থ পরিবারের ত্রাণ প্যাকেটে  চার ৪ কেজি চাল, ৫০০গ্রাম মুসুরির ডাল,এক প্যাকেট নিউট্রিলা, মুড়ি এক প্যাকেট,আলু ২.৫ কেজি আড়াই কেজি ওএকটি করে সাবান দেওয়া হয়।

স্থানীয়  ক্ষিদিরপুর আনন্দ মার্গ ইউনিবার্সাল রিলিফ টীম (এ্যামার্ট)এর সদস্য-সদস্যা ---সবিতা বিশ্বাস, দিপক বিশ্বাস, বাসন্তি সরকার, অনুপ ব্যাপারী ও ববিতা হালদারের  উদ্যোগে এই ত্রাণ কার্যটি যথাযথ মর্যাদায়  সম্পন্ন হয়।

ওই দিনই ০৭/০৫/২০২০ আনন্দ পূর্ণীমা উপলক্ষে  ক্ষিদিরপুর গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী, তথা স্থানীয় এ্যামার্ট সদস্য-সদস্যা শ্রীস্মরজিত মন্ডল ওশ্রীমতী আলপনা মন্ডল লকডাউনে আটকে পরা ২২জন দুঃস্থকে নারায়ন সেবায় আপ্যায়িত করেন ও দুঃস্থদের মধ্যে চাল ও ফল বিতরন করেন।
** এছাড়া  গত ০৯/০৪/২০২০ তারিখে  ক্ষিদিরপুর গ্রামের বিশিষ্ট এ্যামার্ট  সদস্য ওসদস্যা সবিতা বিশ্বাস ও দিপক বিশ্বাস এর উদ্যোগে লকডাউনে আটকেপড়া ৩০ জন দুঃস্থ পরিবারের মধ্যে  ত্রাণ বিতরণ করা হয়।  প্রত্যেক পরিবার পিছু চার কেজি চাল,৫০০ গ্রাম মুুশুরীডাল, একপ্যাকেট নিউট্রিলা, মুড়ি একপ্যাকেট, আলু আড়াই কেজি, সাবান,সর্ষেতেল ও ৫০০ গ্রাম করে গরুর দুধ দেওয়া হয়।

নদীয়া ৩
নদীয়ায় ত্রাণ কার্য
নদীয়া ২
নদীয়ায় ত্রাণ কার্য
নদীয়া ১
নদীয়ায় ত্রাণ কার্য