নদীয়া জেলার কৃষ্ণনগর মোমিনপার্কে অবস্থিত জাগৃতি ভবনে ১১ও ১২ই আগষ্ট শনি ও রবিবার শতাধিক আনন্দমার্গের সদস্য-সদস্যার উপস্থিতিতে কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য বিশ্বেশ্বরানন্দ অবধূত ও ভুক্তি কমিটির সদস্যবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় কৃষ্ণনগর ডিট লেবেল সেমিনার অনুষ্ঠিত হ’ল৷
১১ই আগষ্ট আচার্য দেবেশানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দবিভূকণা আচার্যার পরিচালনায় বেলা ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা হয়৷ সাধ্যায় করেন আচার্য দেবেশানন্দ অবধূত৷ এরপরেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত, ডায়োসিস সচিব আচার্য বিশ্বেশ্বরানন্দ অবধূত, ভুক্তিপ্রধান অনিল চন্দ্র বিশ্বাস প্রমুখ সেমিনারের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন৷ মধ্যাহ্ণ আহারের পরে সেমিনারের প্রধান প্রশিক্ষক আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত ‘সংগ্রামের বৈপরিত্যম’ ও ১২ তারিখে ‘ব্রহ্মসদ্ভাব’ বিষয় দুটির ওপর ক্লাস নিতে গিয়ে তিনি বলেন, সাধনার মাধ্যমে মনকে আত্মায় প্রতিষ্ঠিত করলে পরমাত্মাকে পাওয়া যায়৷ সমাধি হলে সে অনুভব করবে পরমপুরুষ এক তখন তাঁর মন হারিয়ে যায়৷
এছাড়া সেমিনারের দু’দিন ধরে সকাল-বিকেলে প্রভাত সঙ্গীত, মিলিত কীর্ত্তন, মিলিত সাধনা, গুরুপূজা হয়৷ সেমিনারটি পরিচালনা করেন বিদায়ী ডায়োসিস সচিব আচার্য মন্ত্রশুদ্ধানন্দ অবধূত৷