নদীয়া শিমুরালী আনন্দমার্গ স্কুলে  মেডিক্যাল ক্যাম্প

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মেডিকেল ক্যাম্পনিজস্ব সংবাদ দাতাঃ দিল্লী সেক্টরের আনন্দমার্গ সেবাদলের (এল) এর পক্ষ থেকে মাননীয়া অবধূতিকা আনন্দ চিরমধুরা আচার্যার উপস্থিতিতে শিমুরালী আনন্দমার্গ স্কুলে ১৫ই মার্চ ২২ মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যে ৬টা ৩০মিঃ পর্যন্ত স্থানীয় দুস্থ মানুষদের বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা ও ওষুধ  বিতরন করা হয়। একই সাথে বিনামূল্যে ছাত্র-ছাত্রাদের মধ্যে খাতা-পেন্সীল সহ অন্যান্ন শিক্ষাপকরন বিতরন করা হয়। আনন্দমার্গের অন্যতম বিশিষ্ঠ সমাজসেবী ডাঃ প্রশান্ত দ্ত্ত মেডিকেল ক্যাম্পে রোগীদের  বিনামূল্যে চিকিৎসা করেন ও ওষুধ বিতরন করেন। উপস্থিত বিশিষ্ট অতিথি  মাননীয় শ্রী আশিস বসু উক্ত অনুষ্ঠনে উপস্থিত থেকে  শিক্ষাপকরন উপহার গুলি ছাত্র-ছাত্রাদের হাতে তুলে দেন। তাঁকে এ কাজে সহায়তা করেন অবধুতিকা চিরমধুরা আচার্যা ও স্থানীয় মার্গী বোন শ্রীমতী কাজল সরকার। উল্লেখ্য এই যে মাননীয় শ্রী আশিষ বসু মহাশয়ের আর্থিক সহায়তায় বিদ্যালয় ভবনের ব্যাপক উন্নতি সাধন  হয়েছে  (বিল্ডিং কনস্ট্রাকসন)।