সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
নদীয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগর সন্নিহিত ফকিরতলা আই.সি.ক্লিনিকে আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টীমের পক্ষ থেকে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়৷ এই মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের নারীকল্যাণ বিভাগের ফকির তলা ব্লক সেক্রেটারী শ্রীমতি শুক্লা বিশ্বাস মহাশয়া৷
ডাঃ তথাগত বিশ্বাস ও ডাঃ উৎপল সন্ন্যাসী মহাশয় যৌথভাবে স্থানীয় দুঃস্থ পরিবারের রোগীদের বিনামূল্যে চিকিৎসা করেন ও হোমিওপ্যাথি ঔষধ বিতরন করেন৷ মেডিকেল ক্যাম্পটির অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে উপস্থিত সন্মানীয় অতিথি কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য শান্তশুভানন্দ অবধূত৷