নদীয়ার চাকদহে ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নদীয়া,চাকদহ ঃ গত ২৬শে জানুয়ারী নদীয়া জেলার চাকদহে প্রবীণ আনন্দমার্গী শ্রী শক্তিপদ সরকার ও শ্রী গোপা সরকারের নিজ বাসভবনে সকাল ১০টা থেকে-দুপুর ১টা পর্যন্ত মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ নদীয়া ও ২৪ পরগণা জেলা থেকে বহু আনন্দমার্গী এই কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷ কীর্ত্তনের সুমধুর ধবনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে৷ পথ চলতি বহু মানুষ কীর্ত্তন শুণতে দাঁড়িয়ে পড়ে৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা হয়৷  স্বাধ্যায় করেন শ্রী সজল রায়৷

কীর্ত্তন পরিচালনায় অংশগ্রহণ করেন শ্রী সজল রায়, শ্রী কৌশিক সরকার, ডাক্তার বিপ্লব শীল৷ শ্রীমতী কাজল সরকার, শ্রীমতী রাজলক্ষ্মী বণিক, ডাঃ বৃন্দাবন বিশ্বাস প্রমুখ৷ সঙ্গতে ছিলেন পূর্ণেন্দু শীল৷

কীর্ত্তন মহিমার ওপরে মূল্যবান বক্তব্য রাখেন  নদীয়া জেলার বরণবেড়িয়া গ্রামের আনন্দমার্গ মাষ্টার ইয়ূনিট-‘আনন্দ নবদ্বীপ চক্রনেমির রেক্টর  মাষ্টার আচার্য অনুপমানন্দ অবধূত ও গৌরাঙ্গ ভট্টাচার্য৷ 

দুই শতাধিক ভক্তকে  প্রসাদ বিতরণে আপ্যায়িত করেন শ্রী বিবেকরঞ্জন সরকার ও তণুকা সরকার৷