নদীয়ার চাপড়া ব্লকে কীর্ত্তন ও সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২০শে ফেব্রুয়ারী ২০২২ রবিবার নদীয়া জেলার অন্তর্গত চাপড়ার শ্রীবাস পল্লীর বিশিষ্ট আনন্দমার্গী শ্রীকরুণাময় দাস ও শ্রীমতী সাধনা দাস এঁর বাসগৃহে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী মানব মুক্তির মহামন্ত্র অষ্টাক্ষরী সিদ্ধমন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্‌’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ প্রভাতসঙ্গীত ও অখণ্ড কীর্ত্তন পরিচালনা করেন---ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা, অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা, অবধূতিকা আনন্দ অভিধ্যানা আচার্যা, অবধূতিকা আনন্দ পুণ্যপ্রাণা আচার্যা, অনুপ্রিয়া দেব, অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা,অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা, আচার্য সেবাব্রতানন্দ অবধূত, আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত প্রমুখ৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা, চরম নির্দেশ এরপর স্বাধ্যায় করেন আচার্য সর্বজ্ঞানানন্দ অবধূত৷

দিনের দ্বিতীয়ার্ধে চাপড়া ব্লক লেবেল সেমিনারে কীর্ত্তন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা ও অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা প্রমুখ৷ প্রাউট বিষয়ে মনোজ্ঞ আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ঠ আনন্দমার্গী শিক্ষব্রতী-শ্রী মনোরঞ্জন বিশ্বাস৷ অনুষ্ঠান শেষে দুই শতাধিক আমন্ত্রিত অতিথিকে প্রীতি ভোজে আপ্যায়ীত করেন করুণাময়দার পুত্রদ্বয়-শ্রী প্রণব দাস ও শ্রী প্রবীদাস দাস৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন-কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য শান্তশুভানন্দ অবধূত৷