নদীয়ায় গার্লস প্রাউটিষ্টের পথসভা ও ডেপুটেশন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২রা সেপ্ঢেম্বর নদীয়া জেলার বেথুয়াডহরীতে গার্লস্ প্রাউটিষ্টের পক্ষ থেকে একটি পথসভা করা হয় ও বেথুয়াডহরী ব্লক আধিকারিকের নিকটে নারীর অধিকার ও মর্যাদা রক্ষা সহ বিভিন্ন দাবী সম্বলিত একটি স্মারকপত্র জমা দেওয়া হয়৷ পরে বেথুয়াডহরী বাজারে একটি পথসভায় বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা ও গার্লস্ প্রাউটিষ্টের নদীয়া জেলার ভুক্তিপ্রধান শ্রীমতী আল্পনা মণ্ডল প্রমুখ৷ নারীর অধিকার, নিরাপত্তা, মর্যাদা রক্ষা, নারী নির্যাতন বন্ধ প্রভৃতি দাবীগুলি বক্তব্যে উঠে আসে৷ জেলার বিভিন্ন প্রান্ত থেকে গার্লস্ প্রাউটিষ্টের দুই শতাধিক কর্মী সমর্থক পথসভায় যোগ দেন৷ পথ চলতি বহু মানুষ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আগ্রহের সঙ্গে বক্তব্য শোনেন৷