বিশ্বকাপে যোগ্যতা অর্জনের ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন নেমার৷ এই মরসুমে তাঁকে না পাওয়ার সম্ভাবনাই বেশি৷ এমন অবস্থায় আল হিলালকে একজন বিদেশি করানো যায়৷ নেমারকে বাদ দিলে সাত জন বিদেশি রয়েছে আল হিলাল দলে৷ সৌদির ক্লাব চাইছে নেমারের জায়গায় অন্য কোনো বিদেশি স্ট্রাইকার নিতে৷ তবে সেটা শুধু মরসুমের জন্য৷ নেমার সুস্থ হলে পরের মরসুমে তাঁকেই ফিরিয়ে নেবে আল হিলাল৷
এই মরসুমে ফ্রান্সের ক্লাব পি.এস.জি ছেড়ে সৌদিতে চলে আসেন নেমার৷ আল হিলাল প্রথমে লিয়োনেল মেসিকে সই করানোর চেষ্টা করেছিল৷ কিন্তু মেসি চলে যান আমেরিকায়৷ সেখানে ইন্টার মায়ামি দলে সই করেন তিনি৷ এর পরেই নেমারের জন্য ঝাঁপায় আল হিলাল৷ ব্রাজিলের তারকা ফুটবলার তুলে নেয় তারা৷
এই মরসুমে নেমারকে আর পাওয়া যাবে কি না তা স্পষ্ট নয়৷ চোটের কারণে মাঠের বাইরে ব্রাজিলের ফুটবল তারকা৷ এমন অবস্থায় নেমারকে ছেড়ে দিতে পারে তাঁর ক্লাব আল হিলাল৷ এই মরসুমেই সৌদি আরবের সই করেছিলেন তিনি৷ কিন্তু চোটের কারণে আর খেলায় রাখতে পারেনি আল হিলাল৷