গত ৮ই জুলাই নেপাল কাঠমাণ্ডুতে ভ্যালিভিউ হাইস্কুলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এখানে আনন্দমার্গের বরিষ্ঠ সন্ন্যাসী আচার্য বীতমোহানন্দ অবধূত ছাত্র-ছাত্রাদের যোগসাধনার প্রয়োজন ও আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করেন৷ আলোচনায় অনুপ্রাণিত হয়ে বহু ছাত্র আনন্দমার্গের আদর্শে দীক্ষিত হয়৷
গত ১০ই জুলাই পোখোরায় আনন্দমার্গ দর্শন বিষয়ে আলোচনা করেন, আচার্য বীতমোহানন্দ অবধূত৷ এছাড়া স্থানীয় বিশিষ্ট আনন্দমার্গী বিষ্ণুপ্রসাদ বরাল আনন্দমার্গ বিষয়ে বক্তব্য রাখেন৷ এখানে স্থানীয় বহু মানুষ উপস্থিত হয়েছিলেন তাঁরা আলোচনা শেষে মন্তব্য করেন৷ বর্তমান সমাজে আনন্দমার্গের যোগশিক্ষার খুবই প্রয়োজন৷ মঞ্চে উপস্থিত ছিলেন, আচার্য সর্বজয়ানন্দ অবধূত, আচার্য স্মৃতিসুধানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দসম্প্রজ্ঞা আচার্যা৷
গত ১১ই জুলাই চিল্ড্রেন নেপাল হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন আচার্য বীতমোহানন্দ অবধূত ও বিষ্ণুপ্রসাদ বরাল৷ এখানেও বেশকিছু মানুষ আনন্দমার্গ আদর্শে দীক্ষিত হয়৷
গত ১২ই জুলাই এ আলোচনা সভা অনুষ্ঠিত সৃজন সেকেণ্ডারী বোর্ডিং স্কুল ও জনপ্রিয় মাল্টিপেল ক্যাম্পাস কলেজে৷ এখানে বক্তব্য রাখেন আচার্য বীতমোহানন্দ অবধূত৷ আলোচনার সভা আয়োজন করেন প্রেম বাহাদুর ও বিষ্ণুপ্রসাদ বরাল৷