গত শুক্রবার রাত ১২টা নাগাদ হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের প্রতিবেশী দেশ নেপাল৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়, ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের জাজারকোটের রামিদণ্ডা৷ কম্পনের কেন্দ্র মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪৷ নেপালের ভূকম্পনের অভিঘাতে কেঁপে উঠেছিল সুদুর দিল্লির মাটিও৷ বেশ কিছুক্ষণ ধরে টের পাওয়া গিয়েছিল কম্পন৷ এছাড়াও ভূমিকম্পের কারণে এন.সি.আর অযোধ্যা-সহ উত্তর ভারতের বড় অংশের মাটিতে কম্পন অনুভূত হয়েছিল৷ লখনউ ও বিহারের বেশ কিছু জায়গাও কেঁপে ওঠে৷ ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকটি বাড়ি তাসের ঘরের মতো ধসে পড়ে৷ বহু বাড়িতে চওড়া চওড়া ফাটল ধরেছে৷ ধবংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের৷ তবে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমাংশে রুকুম ও পাহাড়ি জাজারকোট এলাকার বাসিন্দারা৷ এই দুটি এলাকা কার্যত শ্মশানে পরিণত হয়েছে৷ ওই দুই এলাকার চারিদিকে এখন শুধু স্বজনহারাদের চিৎকার ও আর্তনাদ৷
এই প্রবল ঠাণ্ডায় খোলা আকাশের নীচেই রাত কাটাচ্ছে নেপালের চিউড়ি গ্রামের অধিকাংশ মানুষ৷ টানা দুদিন এইভাবে তারা বসবাস করছে৷ নিজেদের শীতের পোশাকটুকুও নেই তাঁদের৷ গত শুক্রবার রাতের ভূমিকম্পে বহু মানুষ নিহত ও আহত হয়েছে৷ প্রায় দুইশতাধিকের মতো মৃত্যু হয়েছে৷ আহতের সংখ্যা শতাধিকের মতো ছাড়িয়েছে৷ তবে ধবংসস্তুপের তলায় এখনও অনেক মানুষের দেহ আটকে রয়েছে৷ ফলে সেক্ষেত্রে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কাই বেশী থেকে যাচ্ছে৷