নেতাজীর মৃত্যু দিবস--- কংগ্রেস বিজেপিকে ক্ষমা চাইতে হবে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

শিলচর ঃ  ‘আমরা বাঙালী’ অসম রাজ্য কমিটির প্রচার সচিব আবুল কালাম বাহার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান--- তথ্য প্রমাণ ছাড়াই ১৮ই অগাষ্টকে নেতাজী সুভাষচন্দ্র বসুর ‘মৃত্যুদিবস’ হিসেবেপালন করে বিতর্কে জড়ালেন মোদী সরকারের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বিজেপি নেতা রমেশ পোখরিয়াল নিশঙ্ক৷ এছাড়া কংগ্রেসের  পক্ষ থেকেও সেদিন টুইট করে নেতাজী সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিবস হিসেবে পালন করা হয়েছে৷ এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানায় ‘‘আমরা বাঙালী’’ অসম রাজ্য কমিটি৷

সংঘটনটির অসম প্রদেশের সচিব সাধন পুরকায়স্থ এক বিবৃতিতে বলেন, নেতাজী অন্তর্ধান রহস্যের উদঘাটনের জন্য স্বাধীনতা পরবর্তী সময় থেকেই চালু হওয়া বিভিন্ন তদন্ত কমিটি ও কমিশনের রিপোর্ট নিশ্চিত করতে পারেনি ১৯৪৫ সালের ১৮ অগাষ্ট তাইহোকুর বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যু হয়েছে, কিংবা সেই দিনে তাইহোকুতে কোন বিমান দুর্ঘটনা ঘটেছে কিনা তাও নিশ্চিত নয়৷ মনোজ মুখার্জির নেতৃত্বে গঠিত মুখার্জি কমিশন তো বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যুর কথা কে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে৷ সেখানে প্রমাণিত হওয়ায় আগেই কংগ্রেস, বিজেপির মত জাতীয় স্তরের দলগুলির সাংসদ,নেতা-মন্ত্রীদের ১৮ই অগাষ্ট নেতাজী সুভাষচন্দ্র বসুর মৃত্যু দিবস পালন করে ভারতবাসীকে ভূল বার্তা প্রদান করার অধিকার কে দিয়েছে? অবিলম্বে তাদের ক্ষমা চাইতে হবে ও নেতাজী সুভাষচন্দ্র বসুর  অন্তর্ধান রহস্য উদঘাটন করতে হবে৷

সাধন পুরকায়স্থ আরো বলেন, কংগ্রেস মুখে নেতাজী প্রেমের ভাব দেখালেও আসলে তারা যে নেতাজী বিদ্বেষী সেই কথা কমবেশি সবাই জানে৷ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব থেকে রমেশ পোখরিয়ালের মতন নেতারা যে প্রমাণিত হওয়ার আগেই ১৮ অগাষ্টকে নেতাজীর মৃত্যুবার্ষিকী পালন করে বিতর্ক তৈরী করল