নেতাজী সুভাষচন্দ্রের ১২৪-তম জন্মদিন উপলক্ষ্যে আমরা বাঙালী, বাঙালী বাহিনী ও বাঙালী নারী বাহিনীর কর্মীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে৷ এদিন সকালে আমরা বাঙালীর বিভিন্ন শাখার কর্মীরা চেতলা পার্কে জমায়েত হন৷ বেলা ১১-টার সময় সেখান থেকে একটি সুসজ্জিত মিছিল রাসবিহারী, যতীন দাশ পার্ক হয়ে এলগিন রোডে নেতাজী ভবনে পৌঁছায়৷ সেখানে বাঙালী বাহিনী ও বাঙালী নারী বাহিনীর পক্ষ থেকে নেতাজীকে গার্ড অব অনার জানানো হয়৷ এরপর বিভিন্ন নেতৃবৃন্দ নেতাজীর মূর্ত্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান৷ পরে একটি সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সচিব বকুল রায়, জয়ন্ত দাশ, অরূপ মজুমদার, তপোময় বিশ্বাস গোপাল রায় চউধুরী প্রমুখ৷ শ্রীবকুল রায় বলেন---নেতাজীর স্বপ্ণ ছিল অর্থনৈতিক স্বাধীনতা৷ আমরা বাঙালী সমাজ আন্দোলনের লক্ষ্য অথনৈতিক স্বাধীনতা অর্জন করা৷ শ্রী জয়ন্ত দাশ বলেন---স্বাধীনতার ৭২ বছর পরেও নেতাজীর দেশপ্রেম, আত্মত্যাগ ও স্বাধীনতা সংগ্রামে অবদানের যথার্থ মূল্যায়ণ হয়নি৷ আজ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নতুন করে লেখা প্রয়োজন৷ বর্তমান ইতিহাস ভণ্ড দেশপ্রেমিকে ভরে আছে৷ এই ইতিহাস ছাত্রদের পড়ানো উচিত নয়৷
শিলচর আগরতলায় আমরা বাঙালী কর্মী সমর্থকরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নেতাজী সুভাষচন্দ্রের ১২৪-তম জন্মদিন পালন করেন৷