নেতার ছেলে তাই দলে জায়গা সার্থকের!

সংবাদদাতা
ক্রীড়া সংবাদদাতা
সময়

দিল্লী টি-২০ দলে নির্বাচিত হয়েছেন বিহারের সাংসদ রঞ্জিত রঞ্জনের ছেলে সার্থক রঞ্জন৷ অতুল ওয়াসন, হরি গিদওয়ানি ও রবিন সিংহ জুনিয়রকে নিয়ে তিন সদস্যের নির্বাচকমণ্ডলী সার্থক রঞ্জনকে দলে নিলেন৷ অথচ অনুর্ধ ২৩-এ হিতেন দালাল সর্বোচ্চ রান করেছেন৷ তাঁকে রাখা হ’ল রিজার্ভে৷ গত মুস্তাক আলি ক্রিকেট টুর্ণামেণ্টে সার্থক রঞ্জন নির্বাচিত হয়েছিলেন৷ তখন তিন বার ব্যাট করতে নেমে রান করেছিলেন ৫, ৩ ও ২৷ মোট রান ১০৷ সাম্প্রতিক অতীতে ক্রিকেট ছেড়ে বডি বিল্ডিংয়ে মন দিয়েছিলেন সার্থক৷ বাবা পাপ্পু যাদব (সরকারী নাম রাজেশ রঞ্জন) ও মা রঞ্জিত রঞ্জন---যিনি কংগ্রেসের সাংসদ, বলেই কি দলে প্রভাব খাটিয়ে ঢুকে পড়লেন সার্থক? এ প্রশ্ণ অনেকেরই৷ ভারতীয় দল বিশ্ব ক্রিকেটে আলোচিত ক্রিকেটারদের দুর্ধর্ষ পারফরমেন্সের জন্যে, আর সেখানে এমনভাবে খেলোয়াড় দলে নির্বাচিত হলে অদূর ভবিষ্যতে ধারাভাষ্যকাররা যখন ক্রিকেটারদের পরিচয় দেবেন তখন খেলোয়াড়সেদর পারফরমেন্সের বর্ণনা না দিয়ে কোন্ খেলোয়াড় কোন নেতার সুসন্তান তার বর্ণনা দেবেন---আহা এদেশে এমনও হয়!!!