নিজের সবচেয়ে কাছের গ্রহকে গিলে ফেলল সূর্য - সাক্ষী রইল বিজ্ঞানমহল

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

এক বিরাট নক্ষত্র নিজের সবচেয়ে কাছের গ্রহকে গিলে ফেলল, মহাকাশে নজর পেতে দেখলেন সমগ্র বিজ্ঞানমহল৷ তাদের ধারণা পৃথিবীকেও এমনভাবেই একদিন বিরাট নক্ষত্র গিলে খাবে৷ এমনটা যে হতে পারে সে কথা বিজ্ঞানীরা আগেই অঙ্ক কষে বের করে নিয়েছিলেন৷ কিন্তু বাস্তবে যে সে অঙ্ক মিলবে তার কোন সঠিক প্রমাণ ছিল না, কিন্তু এত প্রতীক্ষার পর তার  প্রমাণ পাওয়া গেল এই ঘটনার মাধ্যমে৷ নাসাসহ আরও কয়েকটি মান মন্দিরের টেলিস্কোপ থেকে এই দৃশ্য স্পষ্ট দেখা গিয়েছে৷ যে গ্রহটিকে গিলে ফেলেছে সূর্য তার নাম ছিল জেড.টি.এফ. এস.এল.আর.এন ২০২০৷ মহাকাশ বিজ্ঞানের তত্ত্ব ও বিজ্ঞানীদের রিসার্চ বলছে যে কোনও নক্ষত্রই বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আকারে বাড়ে৷ স্বাভাবিক নিয়মেই বয়স হওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃতিগত পরিবর্তন হয়৷  কখনও নক্ষত্রের শরীর থেকে বেরিয়ে আসা লেলিহান শিখার তেজ বৃদ্ধি পায়, চৌম্বক ক্ষেত্রের আকর্ষণ বাড়ে৷ এই সমস্ত কিছুর প্রভাব নক্ষত্রের কাছে থাকা গ্রহগুলির ওপর পড়ে৷  বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, সূর্য যখন আরও  বৃদ্ধ হবে তখন তিনটি গ্রহের ওপর তার সবচেয়ে বেশী প্রকোপ পড়বে ---বুধ, শুক্র ও পৃথিবী৷ বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে এই মহা জাগতিক ঘটনাটি ঘটেছে  পৃথিবী থেকে ১৫হাজার আলোকবর্ষ দূরে৷  গবেষকরা জানিয়েছেন, সূর্যের গ্রহটিকে পুরোপুরি গিলে ফেলতে মোট ১০ দিন সময় লেগেছে৷ পৃথিবীর ক্ষেত্রেও এমনটাও ঘটতে পারে! বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, এখন থেকে প্রায় ৫০০ কোটি বছর পরে পৃথিবীর সঙ্গেও এমন হওয়ার সমুহ সম্ভাবনা রয়েছে৷