নিখিল ভারত বাঙালী উদ্বাস্তু সমন্বয় সমিতির আহ্বানে আমরা বাঙালী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১লা এপ্রিলি ২০১৭ নিখিল ভারত বাঙালী উদ্বাস্তু সমন্বয় সমিতি ও ২১টি গণ সংঘটনের যৌথ মঞ্চের ডাকে এক বিরাট মিছিল কলকাতার কলেজ স্কোয়ার থেকে যাত্রা শুরু করে ধর্মতলার মেট্রোর ওয়াই চ্যানেলে গিয়ে শেষ হয়৷ আমরা বাঙালী-র বহু সক্রিয় কর্মী ও সমর্থক ওই মিছিলে যোগ দেন৷ উদ্বাস্ত সমন্বয় সমিতির শ্লোগান ছিল---
১ অসমে নানা অজুহাতে বাঙালীদের ওপর নির্যাতন বন্ধ হোক 
২ সাজানো মামলায় গ্রেপ্তার হওয়া সুবোধ বিশ্বাস সহ সকলের অবিলম্বে মুক্তি চাই 
৩ বিনা অপরাধে ডিটেনশন ক্যাম্পে বন্দীদের মুক্তি ও ক্ষতিপূরণ দিতে হবে 
৪ দেশভাগের বলি ছিন্নমূল বাঙালীদের নাগরিকত্ব দিতে হবে 
৫ শিলাপাথার ও তৎপরবর্তী সন্ত্রাসে নিরপেক্ষ তদন্ত চাই 
এরপর বাঙালী উদ্বাস্তু সমিতি ও তাদের সহযোগী সংঘটনের কর্মকর্তারা তাঁদের দাবীদাওয়ার ওপর বক্তব্য রাখেন৷ পরে বক্তব্য রাখেন আমরা বাঙালী সংঘটনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য মাননীয় জয়ন্ত দাশ৷ তিনি বলেন বাঙালীদের শুধু অসম নয়, সমগ্র বাঙালীস্তানের বাঙালীর নিজস্ব বাসভূমিতে অত্যাচারিত হতে হচ্ছে৷ কোথাও ভাষা, কোথাও নাগরিকত্বেরও অধিকার কেড়ে নিয়ে কোনঠাসা করা হচ্ছে৷ আমরা বাঙালী দীর্ঘদিন ধরে এর তীব্র প্রতিবাদ করে আসছে৷ তিনি সমস্ত বাঙালীদের ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনেরর ডাক দেন৷ আমরা বাঙালীর কলকাতা জেলা সচিব সুনীল চক্রবর্ত্তী বলেন, বর্তমান অসমের বিস্তীর্ণ এলাকা সুপ্রাচীন কাল থেকে বাঙালীদের নিজস্ব বাসভূমি৷ অথচ বাঙালীদের ওপরই এখানে বিদেশী আখ্যা দিয়ে তাদের ওপর নানান ধরণের নির্যাতন চলছে৷ তেমনি ত্রিপুরায়, ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্যেও বাঙালীদের ওপর নির্যাতন চলছে৷ আমরা বাঙালী বাঙালীদের ওপর সমস্ত প্রকারের শোষণ, অবদমন ও নির্যাতনের প্রতিবাদে বাঙালীদের স্বাধিকার প্রতিষ্ঠার দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে৷