নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

 বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘণীভূত হবার ফলে গত রবিবার থেকে কলকাতা সহ দুই মেদিনীপুর, হাওড়া, হুগলী ও দক্ষিণ ২৪ পরগণা মাঝারি থেকে ভারী বৃষ্টির ফলে  বিপর্যস্ত জনজীবন৷ গত সোমবার থেকে একনাগাড়ে বৃষ্টি চলছে, আকাশ ছিল কালো মেঘে ঢাকা৷ বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বেরোয়নি৷ উপকুল এলাকায় বৃষ্টির পরিমান ছিল বেশী৷ ছিল ঝড়েরও দাপট৷ ষাড়াষাড়ি কোটালের জের মঙ্গলবার সমুদ্রোপকুল এলাকায় জলোচ্ছ্বাস হয়, বকখালি, গঙ্গাসাগরে দীঘায় পর্যটকদের  সমুদ্র স্নানে যেতে বারণ করা হয়েছে৷ সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে৷