এ বছরে নিপা ভাইরাসজাত একটি নতুন রোগ মানুষের কাছে আতঙ্ক সৃষ্টি করেছে৷ দেশের সব রাজ্যগুলিতে এ ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে৷ সামান্য সতর্কতা অবলম্বনের অভাবে যে কোনভাবে মানুষের শরীরে এই ভাইরাস প্রবেশ করে মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে৷ দক্ষিণ ভারতের কেরলে এর প্রাদুর্র্ভব ঘটায় সেখানে খুব সতর্কতা অবলম্বন করা হয়েছে৷
সব বাদুড়ই নিপা ভাইরাসের কারণ না হলেও অনেক বাদুড় নিপাভাইরাসের মুল কারণ৷ বাদুড়ে খাওয়া ফল ছাড়াও তার মল-মূত্র যে ঘাসের ওপর পড়েছে, সেই ফল বা ঘাস গোরু-ছাগল-শুয়োর -মুরগী প্রভৃতি প্রাণীরা খেলে অতি সহজেই নিপাভাইরাস সেই প্রাণীর দেহে প্রবেশ করার সম্ভাবনা থেকে যায়৷
মানুষ যখন সেই প্রাণীদের মাংস রান্না করে খায় তার নিপা ভাইরাসে আক্রান্ত হবার আশঙ্কা থেকেই যায়৷
বাদুড়ে খাওয়া বিবিধ ফল, এমনকি খেজুরের রস থেকেও নিপা মানুষের শরীরে প্রবেশ করতে পারে৷
বিপজ্জনক নিপা ভাইরাস এক প্রাণীর দেহ থেকে অন্য প্রাণীর দেহে ছোঁয়ামাত্র আক্রান্ত হ’তে পারে৷
বিশিষ্ট ভাইরোলজিষ্ট ডাঃ অমিতাভ নন্দীর মতে নিপা ভাইরাসের হাত থেকে নিস্তার পেতে গেলে গাছ থেকে নীচে পড়া ফল৷ তাড়াহুড়ো করে স্বল্পসিদ্ধ প্রাণীর মাংস খাওয়া বাদ দিতে হবে৷ আরো ভয়ঙ্কর হ’ল নিপা আক্রান্ত রোগী ৭৫ শতাংশ বাঁচবার আশা কম৷