নিপীড়িত মানবতার শোষণমুক্তির লক্ষ্যে  প্রাউট বাস্তবায়ন পরিকল্পনা  সভা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ২৩শে ও ২৪শে মার্চ  কলকাতায়  প্রাউটিষ্ট  ইয়ূনিবার্র্সলের  পক্ষ থেকে  প্রাউটিষ্টদের এক সম্মেলনের আয়োজন করা হয়েছিল৷  এতে পঃবঙ্গ, ত্রিপুরা,অসম, ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্য থেকে ১৫০ জন আমন্ত্রিত  বিশিষ্ট  প্রাউটিষ্ট  প্রতিনিধি যোগদান করেন৷  এঁদের  মধ্যে ছিলেন,  বিভিন্ন  বিশ্ববিদ্যালয়ের  ডক্টরেট  ডিগ্রিধারী  অধ্যাপক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইনজীবী, শিক্ষক,ছাত্র-যুবা, কর্ষক ও মহিলা প্রতিনিধিগণ৷

দু’দিনব্যাপী এই সভার উদ্যোক্তারা ও বিভিন্ন  প্রতিনিধিবৃন্দ বর্তমান  সমাজের  ক্রমবর্ধমান   সামাজিক,অর্থনৈতিক, রাজনৈতিক, সাংসৃকতিক প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে  ক্রমবর্ধমান  সমস্যার  জন্যে উদ্বেগ প্রকাশ করেন৷ বিভিন্ন বক্তাদের বক্তব্যের মধ্যে যে মূল কথাটা উঠে আসে তা হ’ল, আজকের সমাজের  সর্বক্ষেত্রে  যে ব্যাপক  অবক্ষয় তথা  বিপর্যয়  দেখা  দিয়েছে,তার সমাধান পুঁজিবাদী সামাজিক-অর্থনৈতিক ব্যবস্থা  বা মাকর্সবাদে নেই, একমাত্র  মহান দার্শনিক  শ্রীপ্রভাতরঞ্জন  সরকার প্রবর্তিত যুগান্তকারী ‘প্রাউট’ দর্শনেই  এর সমাধান রয়েছে৷ 

তাই আজকের সমাজকে ধবংসের হাত থেকে রক্ষা করতে প্রাউট  দর্শনের বাস্তবায়ন ছাড়া অন্য কোনো উপায় নেই৷ সেই কারণে প্রাউটের  ব্যাপক  প্রচারার্থে ও সমাজ আন্দোলনে দ্রুতি আনতে নানান কর্মসূচি গ্রহণ করা হয়৷

সর্বশেষে ১) দেশের  প্রতিটি ব্লকের তৃণমূল   স্তর পর্যন্ত প্রাউটের প্রচারের জন্যে সর্বত্র প্রাউট প্রশিক্ষণ শিবিরের আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷

২) প্রাউটের  মুখপত্র নোতুন পৃথিবীর মানবৃদ্ধি ও ব্যাপক সারকুলেশনের জন্যে সম্পাদক সমিতি, লেখকগোষ্ঠী ও প্রচার সমিতি তৈরী  করা হয়৷

৩) প্রাউটিষ্ট গবেষক টিম তৈরী  করা হয়,

৪) সর্বস্তরে প্রাউটিষ্ট  ইয়ূনিবার্র্সলের পরিকাঠামো  ও অর্থসংস্থানের  জন্যেও  পৃথক  টিম তৈরী করা হয়৷

সর্বশেষে  প্রাউটকে বাস্তবায়িত করার জন্যে সবাই সর্বস্ব পণ করে কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ার শপথ গ্রহণ করেন৷