নিরস্ত্রীকরণ নিয়ে ট্রাম্প-কিম্ বৈঠক

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

উত্তর কোরিয়া ও আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে ঠাণ্ডা লড়াই অনেক দিন ধরেই চলছিল৷ উত্তর কোরিয়ার প্রেসিডেণ্ট কিম জং উন পরপর পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে এই ঠাণ্ডা লড়াইকে ক্রমেই বাড়িয়ে তুলেছিলেন৷ মার্কিন প্রেসিডেণ্ট ডোনাল্ড ট্রাম্পও বার বার লড়াইয়ের হুমকী দিচ্ছিলেন৷

কিন্তু গত ১২ই জুন আপাতত দু’জনের মধ্যে করমর্দন হ’ল৷ সিঙ্গাপুরের এক বিলাসবহুল হোটেলে দু’জনের মধ্যে বৈঠক হয়৷ তাঁদের দু’জনের মধ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা চলছে৷ মার্কিন প্রেসিডেণ্টের আশা, কোরিয়ান উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে ও কোরিয়ান নেতা অতীতের যাবতীয় তিক্ততা ভুলে শান্তির পথে পা বাড়াবেন৷ সংবাদে প্রকাশ পরমাণু অস্ত্র ছাড়তে রাজী উত্তর কোরিয়া, বিনিময়ে তাদের নিরাপত্তা দেবে আমেরিকা৷ কোরিয় উপদ্বীপে স্থিতিশীলতা ফেরাতেও অঙ্গীকারবদ্ধ দুই রাষ্ট্রনেতা৷