নিউ ব্যারাকপুর ঃ গত ২৬শে জুন নিউ ব্যারাকপুর আনন্দমার্গ আশ্রমে শ্রীমতী মীরা বৈদ্যের উদ্যোগে সকালে তিন ঘণ্টা ব্যাপী ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড নাম সংকীর্ত্তনের অনুষ্ঠান হয়৷ এই কীর্ত্তনে নিউ ব্যারাকপুর, বিরাটী, কলকাতা, বারাসত, ব্যারাকপুর, বনগাঁ প্রভৃতি এলাকা থেকে আনন্দমার্গীরা যোগদান করেছিলেন৷ অনুষ্ঠানে অখণ্ড কীর্ত্তন ও প্রভাত সঙ্গীত পরিচালনা করেন আচার্য সেবাব্রতানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ অভীষা আচার্যা, শ্রী হরলাল হাজারী, শ্রী কুমুদ দাস, শ্রী স্বপন মণ্ডল, শ্রী শুভদীপ হাজারী প্রমুখ৷ কীর্ত্তনের পর আনন্দমার্গের দর্শনের ওপর ও কীর্ত্তন মাহাত্ম্যের ওপর বক্তব্য রাখেন আচার্য প্রসূনানন্দ অবধূত, আচার্য অভিব্রতানন্দ অবধূত, আচার্য হরাত্মানন্দ অবধূত প্রমুখ৷
আচার্য প্রসূনানন্দ অবধূত বলেন, বর্তমানে ধর্মের নামে যে জাত-পাত ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে পড়েছে, প্রকৃতপক্ষে ধর্মের সঙ্গে এই সমস্ত অন্ধবিশ্বাস, কুসংস্কারের কোনও সম্পর্ক নেই৷ প্রকৃত ধর্ম বলে ‘মানুষ মানুষ ভাই ভাই’৷ সমস্ত মানুষই এক পরমপিতার সন্তান৷
অবধূতিকা আনন্দ করুণা আচার্যা ‘বাবাকথা‘ শোনান৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তর ২৪ পরগণার ভুক্তিপ্রধান শ্রী সন্তোষ বিশ্বাস৷ উপস্থিত দুই শতাধিক ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়৷