নিউব্যারাকপুর-এর গঙ্গানগরে ছয় ঘন্টা ব্যাপী অখণ্ড কীর্তন উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা শিবির ও নারায়ণ সেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান৷
গঙ্গানগর কাটাখালের, জয়হিন্দ কম্যুনিটি হল প্রাঙ্গনে সকাল সাড়ে ছ’টা থেকে দুপুর সাড়ে বারটা পর্যন্ত অখণ্ড ‘‘ৰাৰা নাম কেবলম্ কীর্ত্তন অনুষ্ঠিত হ’ল৷ এর আগেই নগর কীর্ত্তন সম্পন্ন হয়েছিল৷ সকাল থেকে অপরাহ্ণ পর্যন্ত মেডিক্যাল-ও চলেছে৷ তিন জন ডাক্তারবাবু দুই শত অসুস্থ মানুষের সেবা করেছেন সন্ধ্যা ছ’টা থেকে রাত ন’টা পনের পর্যন্ত প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্যানুষ্ঠান পরিবেশীত হয়েছে৷ দুপুর বেলায় সহস্র মানুষকে নারায়ণ সেবা করানো হয়৷ স্থানীয় মানুষ-জন সকলেই সমগ্র অনুষ্ঠান আনন্দের সঙ্গে উপভোগ করেছেন৷ সাংস্কৃতিক অনুষ্ঠান সভাপতির আসন গ্রহণ করেছেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত দাদা৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আচার্য প্রমথেশানন্দ অবধূত৷ সারাদিনের এই বহুমুখী অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন শ্রী অরবিন্দ কর মহাশয়৷