সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১২ ও ১৩ ই আগষ্ট নিউব্যারাকপুরে আনন্দমার্গের ব্যারাকপুর ডায়োসিসের সেমিনার অনুষ্ঠিত হয়৷ এই সেমিনারে দুই ২৪ পরগণার শতাধিক আনন্দমার্গী যোগদান করেছিলেন৷ এই সেমিনারে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আচার্য সুধাক্ষরানন্দ অবধূত ও আচার্য বোধিসত্তানন্দ অবধূত৷ তাঁরা আনন্দমার্গের সাধনা বিজ্ঞান ও বহুমুখী সেবামূলক কর্মধারার ওপর বিস্তারিত আলোচনা করেন৷ সেমিনারের ব্যবস্থাপনা করেছিলেন ব্যারাপুরের ডায়োসিস সেক্রেটারী বিশ্বগানন্দ অবধূত ও ভুক্তিপ্রধান শ্রী সন্তোষ বিশ্বাস৷