সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
সি.এ.এ.-র প্রতিবাদ বিক্ষোভের ফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণ বঙ্গের যোগাযোগ প্রায় বন্ধ৷ ট্রেন না চলায় বহু যাত্রী এন.জে.পি. স্টেশনে আটকে পড়েন৷ ১৮ই ডিসেম্বর আনন্দমার্গ ইয়ূনিবার্সাল রিলিফ টীমের উদ্যোগে একদল সদস্য নিউ জল্পাইগুড়ি ষ্টেশনে গিয়ে আটক যাত্রীদের বিভিন্ন অসুবিধা দূর করার চেষ্টা করেন ও আশ্রম থেকে রান্না করা খাবার নিয়ে গিয়ে তিন শতাধিক যাত্রীদের মধ্যে বিতরণ করেন৷ এই কর্মকাণ্ডে মুখ্য উদ্যোক্তা ছিলেন দার্জিলিংয়ের ভুক্তিপ্রধান দীপা শর্মা, কলিকাতার ভুক্তিপ্রধান সুনন্দা সাহা, শিলিগুড়ি আনন্দমার্গ আচার্যর অধ্যক্ষ আচার্য নন্দন ব্রহ্মচারী ও এ্যামার্ট মহিলা শাখার সদস্যবৃন্দ প্রমুখ৷