গত ২৪শে ডিসেম্বর নিউব্যারাকপুর ইয়ূনিটে সকাল ন’টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্’ সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই কীর্ত্তনের মাধ্যমে ইয়ূনিটের মাসিক অখণ্ড কীর্ত্তনের একবিংশ (২১) বৎসর পূর্ণ হ’ল৷
কীর্ত্তনের শেষে সাধনা, স্বাধ্যায়ের পরে কীর্ত্তনের গুরুত্ব, তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত, আচার্য গীতিশ্বরানন্দ অবধূত ও আচার্য অভিব্রতানন্দ অবধূত৷ আচার্য গীতিশ্বরানন্দ অবধূত বর্তমানে ফিনল্যাণ্ডে কর্মরত৷ তিনি তাঁর বক্তব্যের মাঝে সেখানকার ভৌগোলিক ও সামাজিক অবস্থাও তুলে ধরেন৷ আচার্য অভিব্রতানন্দ অবধূত তাঁর বক্তব্যে মহাভারত থেকে অনেক ঘটনার উল্লেখ করেন ও ৰাৰার দেওয়া অনেক নির্দেশের কথাও স্মরণ করিয়ে দেন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রীসন্তোষ বিশ্বাস৷ অনুষ্ঠানে শতাধিক মার্গী দাদা-দিদি উপস্থিত ছিলেন৷ মিলিত প্রসাদ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়৷