গতকাল নিউ ব্যারাকপুর, সুকান্ত নগরে শ্রী বিপ্রদীপ সরকারের বাড়ীতে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অখণ্ড বাবা নাম কেবলম কীর্ত্তন অনুষ্ঠিত হল৷ কীর্ত্তন পরিচালনা করেছেন শ্রীমোহন অধিকারী, অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা, শ্রীহরলাল হাজারী ও শ্রীশুভদীপ হাজারী৷ কীর্ত্তন, সাধনা ও স্বাধ্যায়ের পরে বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা, শ্রী সন্তোষ কুমার বিশ্বাস ও আচার্য অভিব্রতানন্দ অবধূত৷ সকল বক্তাগণই কীর্ত্তনের গুরুত্বের ও প্রয়োজনীয়তার কথা বলেন৷ মানুষের জীবনে ভক্তি অতি মূল্যবান সম্পদ৷ ভক্তিতে প্রতিষ্ঠিত হ’তে পারলে মানুষের আর চাওয়া-পাওয়ার কিছু থাকেনা৷ আর এই সংসারে এত বিভেদ, হানাহানির---জন্ম হয়না৷ তাই মানুষের লক্ষ্য-ই হওয়া উচিত কী করে ভক্তি লাভ করা যায় ও তাতে প্রতিষ্ঠিত হওয়া যায়৷ আর এই ভক্তি লাভের অন্যতম উপায় হ’ল মন-প্রাণ ভ’রে কীর্ত্তন করা৷ বক্তব্যের পরে এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য গৃহকর্তা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য প্রমথেশানন্দ অবধূত৷ মিলিত প্রসাদ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়