নিউব্যারাকপুরে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৯ই জুন নিউব্যারাকপুর নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী শ্রীমোহনলাল অধিকারীর বাসগৃহে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ মহানাম মন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ উঃ ২৪ পরগণা জেলা ও পাশ্ববর্তী জেলার মার্গী ভাই বোনেরা এই কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷ কীর্ত্তন পরিচালনায় ছিলেন আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত, হরলাল হাজারী, শুভাশীষ হাজারী, তনুশ্রী সরকার প্রমুখ৷ কীর্ত্তন ও মিলিত ঈশ্বরপ্রণিধানের পর শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর রচনা থেকে পাঠ করে শোণান আচার্য প্রমোথেশানন্দ অবধূত৷ এরপর উত্তর ২৪ পরগণার জেলার ভুক্তিপ্রধান শ্রীসন্তোষ বিশ্বাস কীর্ত্তন বিষয়ে বক্তব্য রাখেন৷ এরপর একটি প্রভাত সঙ্গীত পরিবেশন করেন তনুশ্রী সরকার৷ এরপর কীর্ত্তনের প্রয়োজনীয়তা ও আনন্দমার্গের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ পরিশেষে আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত একটি প্রভাত সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য প্রমথেশানন্দ অবধূত৷