নিউব্যারাকপুরে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গতকাল নিউ ব্যারাকপুরের বড় বটতলায় শ্রীমোহনলাল অধিকারী মহাশয়ের বাড়ীতে বেলা এগারটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ৬ঘন্টা অখণ্ড বাবা নাম কেবলম কীর্তন অনুষ্ঠিত হ’ল৷ কীর্তন শেষে কীর্তনের গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর, তৎসহ আদর্শ মানুষ জীবনচর্চা সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য সুধাক্ষরানন্দ অবধূত ও আচার্য অভিব্রতানন্দ অবধূত দাদা৷ এই কীর্তনানুষ্ঠানে স্থানীয় ও পার্শবর্তী ইউনিটের সকল মার্গী ভাই-বোন উপস্থিত হ’য়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন৷ কীর্তনে পরিচালনা করেছেন আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত, শ্রীহরলাল হাজারী, শ্রী শুভজিৎ হাজারী ও অবধূতিকা আনন্দ কীর্তিলেখা আচার্যা৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য প্রমথেশানন্দ অবধূত৷