আনন্দমার্গ দর্শনের প্রণেতা ও আনন্দমার্গ প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ১৯৭৯ সালের ১৪ই জানুয়ারী কৃপা করে নিউ ব্যারাকপুরে পদধূলি দিয়েছিলেন৷ সেই শুভ দিনটাকে স্মরণ ও মনন করতে গতকাল নিউব্যারাকপুর জাগৃতি গৃহে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তন সম্পন্ন হয়৷ এই অনুষ্ঠানে শতাধিক মার্গী দাদা-দিদি উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন৷ সাধনা ও স্বাধ্যায়ের পর বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত, আঃ নারায়ণানন্দ অবধূত ,আঃ কল্যাণেশ্বরানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা ও আঃ অভিব্রতানন্দ অবধূত৷ সকলেই বলেন যে ৰাৰা ছিলেন পরমপুরুষ৷ জগতের সেবা ভিন্ন মানুষের মুক্তি মোক্ষ প্রাপ্তির কোন উপায় নেই৷ সমস্ত প্রাণীন, অপ্রাণীন সত্তার সেবা করতেই হবে৷ ৰাৰা চিরদিন আশার বাণী শুনিয়ে গেছেন৷ তিনি চরম আশাবাদী ছিলেন৷ মানুষকে তিনি ধর্মে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন৷ মানুষকে সর্বদা ইষ্ট ও আদর্শকে স্মরণ রাখতে উপদেশ দিয়েছেন৷ তিনি আমাদেরকে মরতে মরতেও কাজ (সেবা) করার পরামর্শ দিয়েছেন৷ বক্তব্যের শেষে মিলিত প্রসাদ গ্রহনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়