নোড়াদহে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত রবিবার নোড়াদহে শ্রী নবকুমার দাস মহাশয়ের বাড়ীতে সকাল ন’টা থেকে দুপুর বারটা পর্যন্ত অখণ্ড বাবা নাম কেবলম কীর্ত্তন অনুষ্ঠিত হ’ল৷ কীর্ত্তন, সাধনা-স্বাধ্যায়ের পরে কীর্ত্তনের গুরুত্ব, তাৎপর্য, উপকারিতা নিয়ে বক্তব্য রাখেন আচার্য শুভধ্যানানন্দ অবধূত, আচার্য উদ্ভাসানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা দিদি৷ সকল বক্তা-ই আনন্দমার্গের আদর্শকে জানার ও আদর্শ মানব সমাজ গড়ার আহবান জানান৷ ইউনিটের সকল মার্গী দাদা-দিদি, পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজন কীর্ত্তনানুষ্ঠানে উপস্থিত থেকে একে সাফল্যমন্ডিত করার জন্য গৃহকর্তা শ্রী নবকুমার দাস সকলকে ধন্যবাদ জানিয়েছেন৷ মিলিত প্রসাদ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়৷