নোতুন পৃথিবী কার্যালয়ে পদার্পণ দিবস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 ১৯৭৯ সালের ১১ই মার্চ প্রাউট দর্শনের প্রবক্তা শ্রীপ্রভাতরঞ্জন সরকার (আধ্যাত্মিক জগতে যিনি শ্রীশ্রীআনন্দমূর্ত্তি নামে পরিচিত) নোতুন পৃথিবী কার্যালয় পরিদর্শনে এসেছিলেন৷ প্রতিবছর এই দিনটি নোতুন পৃথিবী কার্যালয়ে পদার্পণ দিবস পালন করা হয়৷

এই বছরেও এই দিন সকাল থেকেই প্রভাত সঙ্গীত, তিনঘন্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’ কীর্ত্তন, নগর কীর্ত্তন, নারায়ণসেবা নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷

সকাল ৮-৩০ মিনিট থেকে প্রভাতসঙ্গীত কীর্ত্তন পরিবেশিত হয় দুপুর ১২টা পর্যন্ত৷ এরপর মিলিত ঈশ্বর প্রণিধানের পর সাংঘটনিক আলোচনা হয়৷ নোতুন পৃথিবীর নিয়মিত লেখক, সংঘটক ও পত্রিকার নিরলস কর্মী প্রাউটিষ্ট  নেতা শ্রীপ্রভাত খাঁ শারীরিক কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও এক বার্র্তয় বলেন---নোতুন পৃথিবী আমাদের আদর্শ মানুষে ঘরে ঘরে পৌঁছে দেবার অন্যতম বাহন৷ বাবা নোতুন পৃথিবীর গুরুত্ব বোঝাতেই সেদিন নোতুন পৃথিবী কার্যালয় পরিদর্শনে এসেছিলেন৷ নোতুন পৃথিবী মার্গ দর্শনের প্রচারের অন্যতম হাতিয়ার৷ তাই নোতুন পৃথিবী পত্রিকা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই হবে প্রাউটিষ্টদের কর্তব্য৷ নোতুন পৃথিবীর কর্মীবৃন্দ কাশীনাথ মণ্ডল, মিহির পাল, এছাড়া বিজয়, বিদ্যুৎ, অভিজিৎ, অনুপম, সোমনাথ,প্রভৃতির আন্তরিক প্রয়াসে অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হয়৷