গত ১১ই মার্চ মঙ্গলবার নোতুন পৃথিবী কার্যালয়ে সাড়ম্বরে পালিত হল প্রাউট প্রবক্তার শ্রীপ্রভাতরঞ্জন সরকার আধ্যাত্মিক জগতে যিনি শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী নামে পরিচিত শুভ পদার্পণ দিবস৷ কলকাতা ও সংলগ্ণ জেলাগুলি থেকে আনন্দমার্গের অনুগামী ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে যোগ দেন৷ এই উপলক্ষ্যে নোতুন পৃথিবী ভবন ও অনুষ্ঠানস্থলকে পুষ্পাদির দ্বারা সুন্দরভাবে সাজানো হয়৷ সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রদত্ত প্রভাত সঙ্গীতানুষ্ঠান৷ সকাল ৯টাকা থেকে শুরু হয় সিদ্ধ অষ্টাক্ষরী মহামন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন৷ বেলা বারোটায় কীর্ত্তন শেষে শুরু হয় সমবেত মিলিত সাধনা ও ধর্মশাস্ত্র পাঠ৷ এরপর শুরু হয় আলোচনা৷ মার্গের আদর্শের প্রচারে নোতুন পৃথিবী পত্রিকার প্রয়োজনীয়তা ও মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী বিশেষ গুরুত্ব বিষয়ে আলোচনা করেন আচার্য সুধাক্ষরানন্দ অবধূত,আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত৷ নোতুন পৃথিবী পত্রিকার ইতিহাস সম্বন্ধে আলোচনা করেন নোতুন পৃথিবীর প্রাক্তন সম্পাদক আচার্য অভিব্রতানন্দ অবধূত৷ এরপর বর্তমান সম্পাদক আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত অনুষ্ঠান সফল করার জন্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ও প্রাউটের সামাজিক অর্থনৈতিক তত্ত্ব মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে নোতুন পৃথিবী পত্রিকার প্রচার ও প্রসারের সকলকে সক্রীয় ভূমিকা নিতে আহ্বান জানায়৷ অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা করেন জয়দীপ হাজরা ও স্বপন সাহা, কালীপদ পোড়ে৷ কীর্ত্তন পরিবেশনায় ছিলেন আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত, তনুশ্রী সরকার, হরলাল হাজারিকা প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন আচার্য প্রমথেষানন্দ অবধূত৷ অপরাহ্ণে পাঁচ শতাধিক স্থানীয় মানুষদের নারায়ণ সেবায় আপ্যায়ীত করা হয়৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়