নোতুন পৃথিবীর কার্যালয়ে মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শুভ পদার্পণ দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 প্রতি বছরের মত গত ১১ই মার্চ নোতুন পৃথিবী কার্যালয়ে পরমারাধ্য মার্গগুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ৪০তম পদার্পণ দিবস মহা ধূমধামের সঙ্গে পালন করা হয়৷

Baba Memory
নোতুন পৃথিবী অফিসে কীর্তন

উক্ত দিন ভক্তি আপ্লুত হৃদয়ে উপস্থিত ভক্তজন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড সংকীর্ত্তন, মিলিত সাধনা, গুরুপূজা, স্বাধ্যায় ও বিশিষ্ট জনেদের কথাঞ্জলির মধ্যে দিয়ে উপস্থিত সকলে মার্গগুরুদেবের প্রতি প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত ও মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তন পরিচালনা করেন---তনুকা সরকার, স্বপন সাহা, কালিপদ পোড়ে, হরলাল হাজারী, আচার্য বাসুদেবানন্দ অবধূত, আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ সংশুদ্ধা আচার্যা, অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা ও বিপ্লব শীল প্রমুখ৷ অনুষ্ঠানে নোতুন পৃথিবী পত্রিকার সম্পাদক আচার্য সত্যশিবানন্দ অবধূত বলেন---প্রাউট-প্রবক্তা মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শুভ আশীর্বাদ নিয়ে তাঁর আদর্শ অনুসারে সর্বাত্মক শোষণমুক্ত নোতুন পৃথিবী গড়ে তোলাই আমাদের লক্ষ্য৷

আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত বলেন---মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী চরণস্পর্শে ধন্য এই স্থান মহা পবিত্র৷ ভবিষ্যতে এটি তীর্থরূপে পরিগণিত হবে৷

প্রাউটের কেন্দ্রীয় সচিব আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত বলেন---আজকের দিশাহীন মানব সমাজকে পথ দেখানোর উদ্দেশ্যেই নোতুন পৃথিবীর সৃষ্টি৷

বিশিষ্ট প্রাউটিষ্ট শ্রী প্রভাত খাঁ মহাশয় তাঁর বক্তব্যে বলেন---‘নোতুন পৃথিবী’র গ্রাহক সংখ্যা বৃদ্ধির জন্যে সকলকে সচেষ্ট হতে হবে৷ তিনি আরও বলেন ‘নোতুন পৃথিবী’ আদর্শ মানব সমাজ গড়ার হাতিয়ার৷

স্বাধ্যায়ের সময় প্রবীণ আনন্দমার্গী শ্রী গৌরাঙ্গ ভট্টাচার্য মার্গগুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ‘ধর্মের বিরুদ্ধাচরণ সমাজে ধবংস ডেকে আনে’---এই প্রবচনটি পাঠ করে শোনান৷ তিনি অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সঞ্চালনাও করেন৷ অনুষ্ঠান শেষে তিন শতাধিক ভক্তকে প্রীতিভোজে আপ্যায়িত করেন আচার্য সুপ্রভানন্দ অবধূত ও আচার্য সত্যশিবানন্দ অবধূত৷ মণ্ডপ সজ্জায় ছিলেন সর্বশ্রী বরুণ দাশগুপ্ত, শ্যামাপদ মাটিয়া, ঋত্বিক দাস, সুমন শীল, বিট্টু রাম, সঞ্জু মণ্ডল, মিহির পাল, তরুণ ভৌমিক, ভবেশ বসাক ও আরো অনেকে৷