নোতুনের ডাক

লেখক
সুকুমার সরকার

আবার এক ফাল্গুন এসে গেছে৷

স্তব্ধ নগরীতে তোমার পদধ্বনি

নোতুন পৃথিবীতে নতুন এক বার্তা এনেছিল৷

আমি চিরকালের ডাক হরকরা

ঘরে ঘরে নতুনের বার্তা পৌঁছাতে গিয়ে

জীর্ণ কঙ্কালে কখনো যদি মুখ থুবড়ে পড়ি

আর একবার পদধ্বনি দিও একান্ত গোপনে

শব্দের কারিগর প্রতিটি অলিখিত ভাষার

রাগবৈভব ফুটিয়ে তোলো শিমূল পলাশের বনে৷

 

আমি শুধু পিঠে করে বয়ে নিয়ে যাবো

নোতুনের ডাক৷