চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলতে না যাওয়া নিয়ে এমনিতেই চাপে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)৷ এ বার নতুন সমস্যায় পড়ল তারা৷ এ ক্ষেত্রেও জড়িয়েছে ভারতের নাম৷ চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে এ বার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পিছিয়ে দেওয়া হয়েছে৷ তা পড়েছে আইপিএলের সময়েই৷ তাতেই ক্ষুব্ধ পিএসএলের দলমালিকেরা৷
সাধারণত ফেব্রুয়ারি-মার্চে পিএসএল হয়৷ আর মার্চের শেষ থেকে মে পর্যন্ত চলে আইপিএল৷ পিএসএল খেলে অনেক বিদেশি ক্রিকেটারই আইপিএলে খেলতে আসেন৷ তবে দু’টি লিগ একই সময়ে চললে অর্থ এবং নজরে আসার জন্য বেশির ভাগই আইপিএলকে বেছে নেবে৷ ফলে পিএসএল নিয়ে উৎসাহ আরও কমবে৷ তাতেই খুশি নন দলমালিকেরা৷
জানা গিয়েছে, পিএসএল ডিরেক্টর সলমন নাসির পাক বোর্ডকে চিঠি লিখে অবিলম্বে একটি বৈঠক আহ্বান করেছেন৷ নিজেদের দাবিদাওয়া সেখানেই বলতে চান তাঁরা৷ সংবাদ সংস্থাকে এক সূত্র বলেছেন, ‘‘যদি পিএসএল এবং আইপিএল একই সময়ে হয় তা হলে কোন বিদেশিরা পিএসএলে নিশ্চিত ভাবে খেলবেন সেটা জানতে চাওয়া হয়েছে দলগুলির তরফে৷’’
তিনি আরও বলেছেন, ‘‘বোর্ডের কোনও ব্যাখ্যা নেই বলে ক্ষিপ্ত দলমালিকেরা৷ ইংল্যান্ড বোর্ডের মতো বেশ কিছু বোর্ড জানিয়েছেন, অন্য দেশের লিগে অংশগ্রহণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে পারে তারা৷ তাই খসড়া তালিকা তৈরি করার আগে বোর্ডের সঙ্গে বৈঠক চান দলমালিকেরা৷’’