শেষ পর্যন্ত অরুণ লালের উপরেই ভরসা রাখল সিএবি৷ ২০২১ মরসুমের জন্যে ও ২০২২ এর জন্যে রঞ্জি ট্রফি জয়ী প্রাক্তন ব্যাটসম্যান ও অধিনায়কের হাতেই দলের দায়িত্ব তুলে দেওয়া হল৷ তাঁর সহকারী হিসেবে থাকছেন সৌরাশিস লাহিড়ী ও শিবশঙ্কর পাল৷ স্পিন বোলিং পরামর্শদাতা হিসেবে থেকে গেলেন উৎপল চট্টোপাধ্যায়৷ গত সপ্তাহে ধরে মুখ্যপ্রশিক্ষক হিসেবে ও ব্যাটিং পরামর্শদাতা হিসেবে ওয়াসিম জাফরেরনাম নিয়ে কর্তারা আলোচনা করছিলেন কিন্তু ‘ভিশন’ ২০২০-এর ব্যাটিং পরামর্শদাতা হিসেবে ফের ভি.ভি.এস কে নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হলো৷ গত শনিবার আগামী মরসুমের অধিনায়ক নিয়ে আলোচনা হয়নি৷ তবে শোণা যাচ্ছে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন অনুষ্টুপ মজুমদার৷
অনূধর্ব-২৩ দলের প্রশিক্ষক হিসেবে পেতে চাইছে বঙ্গ ক্রিকেট কর্তারা৷ সেই মতো তাঁর সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছে৷ এখন শুধু চুক্তিপত্রে সই বাকি৷ সেই কাজ সম্পূর্ণ হলেই প্রশিক্ষক হিসেবে নতুন ইনিংস শুরু করবেন ময়দানের ‘এল এর এস৷’