ন্যাশনাল সুইমিং প্রতিযোগিতায় দুই জেলা অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের স্কুল পড়ুয়ারা

সংবাদদাতা
সুমন শীল
সময়

‘স্কুল গেমস ফেডারেশন অব ইন্ডিয়া’-র আয়োজনে আগামী  ২৫ থেকে ২৮শে নভেম্বর দিল্লির তালকোটরা  স্টেডিয়ামে জাতীয় প্রতিযোগিতা  আয়োজিত হবে৷ এই প্রতিযোগিতাতে  দুই জেলা পূর্ব ও পশ্চিমমেদিনীপুরে স্কুল পড়ুয়ারা অংশগ্রহন করার সুযোগ পেয়েছে৷ পূর্ব মেদিনীপুর থেকে  সুইমিংয়ে  ৩ জন  ও পশ্চিম মেদিনীপুর থেকে ২ জন যোগ দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছে৷

দুই জেলার প্রতিযোগীরা ভাল ফল করলেও  সবাই জাতীয় স্তরে স্থান পায় না৷ কিন্তু এবার এরা সুযোগ পেয়ে খুবই আপ্লুত৷ কোলাঘাট সুইমিং ক্লাবের  রবিন কাপড়ি  এদের  প্রশিক্ষক৷ তিনি বলেন--- ‘‘এর আগেও এরা জাতীয়স্তরে সুযোগ পেয়েছিল৷ এবারও পেয়েছে তিনি আশা করছেন ওরা ফল ভাল করবে৷ এঁদের নাম পূর্ব মেদিনীপুর থেকে যাচ্ছে সীমা মান্না,  শ্রীদীপ মণ্ডল,  মিত্রাজিৎ বসু ও পশ্চিম মেদিনীপুর থেকে প্রাঞ্জল পাত্র ও সোহম ঘোষ৷