ওড়িষা ও মেদিনীপুরে  প্রথম ডায়োসিস সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা,বারকোট
সময়

যোগ প্রশিক্ষণ ও আদর্শ সমাজ নির্মাণ শিবির

গত ২৪,২৫,২৬ শে জুন  ওড়িষার সম্বলপুর ডায়োসিসের অন্তর্গত বারকোটে আনন্দমার্গ আশ্রমে প্রথম ডায়োসিস সেমিনার অনুষ্ঠিত হয়৷ এই সেমিনারে ডায়োসিসের বিভিন্ন জায়গা থেকে মার্গের অনুগামীরা যোগ দেন৷ প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন আচার্য বাসুদেবানন্দ অবধূত৷ অর্গানাইজার ছিলেন আচার্য গুরুধ্যানানন্দ অবধূত  ও আচার্য চিরঞ্জীবানন্দ অবধূত৷

বোধ ঃ গত ১,২,৩রা জুলাই গঞ্জাম ডায়েসিসের অন্তর্গত বোধ আনন্দমার্গ আশ্রমে প্রথম ডায়োসিস সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারে গঞ্জাম ডায়োসিসের বিভিন্ন ডিট থেকে মার্গের অনুগামীরা যোগ দেন৷ প্রশিক্ষক হিসেবে এই সেমিনারে উপস্থিত ছিলেন আচার্য্য প্রসূনানন্দ অবধূত৷ তিনি সেমিনারে নির্দিষ্ট বিষয়ের ওপর  ক্লাস নেন৷ অর্গানাইজার ছিলেন  ডায়োসিস সেক্রেটারী আচার্য শান্তশিলানন্দ অবধূত৷

কেন্দ্রাপাড়া ঃ ভুবনেশ্বর ডায়োসিসের অন্তর্গত কেন্দ্রাপাড়া আনন্দমার্গ আশ্রমে গত ৮,৯,১০ই জুলাই প্রথম ডায়োসিস সেমিনার অনুষ্ঠিত হয়৷ মুখ্য প্রশিক্ষক ছিলেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷ সহ প্রশিক্ষক ছিলেন আচার্য প্রেমেন্দ্রানন্দ অবধূত৷ এই সেমিনারে ভুবনেশ্বর ডায়োসিসের বিভিন্ন প্রান্ত থেকে মার্গের অনুগামীরা যোগ দেন৷ উল্লেখ্য কেন্দ্রাপাড়াস্থিত বিভিন্ন  কলেজের ছাত্র-ছাত্রাদের তিনদিনব্যাপী এই সেমিনারে যোগ প্রশিক্ষণ ও আদর্শ সমাজ নির্মাণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়৷ সেমিনারের দ্বিতীয় দিনে ফ্ল্যাগ, ফেস্টুন শোভিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা আনন্দমার্গ আশ্রম থেকে  কেন্দ্রাপাড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ও শেষে পথসভায় আনন্দমার্গের সর্বাত্মক জীবনাদর্শের ওপর বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন সেমিনারের শেষ পর্বে সমাপ্তি অনুষ্টানে ছাত্রছাত্রাদের হাতে প্রশংসাপত্র তুলে দেওয়া হয়৷ বিশিষ্ট প্রাউটিষ্ট কানু বেহেরার সহযোগিতায় সেমিনার সফলভাবে সম্পন্ন হয়৷

ফুলাড়ী ঃ গত ১৫,১৬,১৭ জুলাই কেওনঝড় ডায়োসিসের অন্তর্গত বালেশ্বরের ফুলাড়ী আনন্দমার্গ স্কুলে প্রথম ডায়োসিস  সেমিনার অনুষ্ঠিত হয়৷ প্রশিক্ষক ছিলেন আচার্য্য প্রসূনানন্দ অবধূত৷ এই সেমিনারে মার্গের অনুগামীরা ছাড়াও বালেশ্বরের বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রারাও যোগ দেন---তাদের সেমিনারের বিভিন্ন বিষয় সহ যোগ ও আদর্শ সমাজ নির্র্মণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়৷ সেমিনারে আনন্দমার্গ  শিশুসদনের ছাত্রারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে৷

মেদিনীপুর ঃ গত ১৫-১৭ই জুলাই আনন্দমার্গ প্রচারক সংঘের উদ্যোগে মেদিনীপুর শহরের কেরাণীটোলাতে প্রথম ডায়োসিস ত্রিদিবসীয় সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারে ধর্ম,দর্শন, অর্থনীতি, যোগ, আসন ইত্যাদি বিষয় নিয়ে বিভিন্ন তাত্ত্বিকগণ প্রশিক্ষণ দেন৷ এই উপলক্ষ্যে গত ১৬ই জুলাই একটি মিছিল শহর পরিক্রমা করে ও একটি পথসভা হয়৷ পথসভায় বক্তব্য রাখেন আচার্য কৃষ্ণ স্বরূপানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা প্রমুখ৷ ঐ দিন সন্ধ্যা ৬টায় বিদ্যাসাগর স্মৃতিমন্দিরে রেনেশাঁ ইয়ূনিবার্র্সলের উদ্যোগে একটি আলোচনাচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷ আলোচনাচক্রে সভাপতিত্ব করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন গুয়াহাটি আই.আই.টির অধ্যাপক ডঃ শুভেন্দু শেখর বাগ৷ এছাড়া বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অসিত দত্ত, রণজিৎ ঘোষ, সুভাষ পাল ও আচার্য নির্মল শিবানন্দ অবধূত৷ প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিম মেদিনীপুর এর ভুক্তিপ্রধান শুভাশিস সাহু৷ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন আচার্য শিবপ্রেমানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ তপশীলা আচার্য৷ শেষে আনন্দনগর উমানিবাস সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রাবৃন্দ কর্তৃক প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্যনাট্য ‘সমর্পণ’ পরিবেশিত হয়৷ সমস্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সৌমিত্র পাল ও সকলকে ধন্যবাদ দেন রেনেশাঁ ইয়ূনিবার্সালের সম্পাদক বিশ্বদেব মুখোপাধ্যায়৷