ওড়িষায় আনন্দমার্গের সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১লা,২রা ও ৩রা জুলাই ওড়িষার বোধে তিনদিনের সেমিনার অনুষ্ঠিত হয়৷ তিনদিনের এই সেমিনারে প্রশিক্ষক ছিলেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷ তিনি আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক, সামাজিক ও অর্থনৈতিক দর্শনের ওপর আলোচনা করেন৷ আলোচ্য বিষয় ছিল ইষ্ট ও আদর্শ, জীবন মৃত্যু ও সংস্কার, মানব সমাজ এক ও অবিভাজ্য ও অর্থনীতিতে গতিতত্ত্ব৷

সেমিনারে ভূবনেশ্বর সার্কেলের মার্গী ভাইবোনেরা উপস্থিত ছিলেন৷ মার্গদর্শন ভিত্তিক আলোচনা ছাড়াও তিনদিনে প্রত্যহ দুইবেলা প্রভাত সঙ্গীত কীর্ত্তন, মিলিত সাধনা ও সাংস্কৃতিক চর্চার আয়োজন করা হয়েছিল৷ কলিকাতা সার্কেলে কৃষ্ণনগর ডায়োসিসে কৃষ্ণনগর মমিন পার্কে গত ১,২ ও ৩রা জুলাই সেমিনার অনুষ্ঠিত হয়৷ এখানে প্রশিক্ষক ছিলেন আচার্য সুধাক্ষরানন্দ অবধূত৷