সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
শিলচর ঃ- বিবেক কোন বাধা মানে না৷ এপারে করিমগঞ্জ শহর, ওপারে জকিগঞ্জ৷ দুই শহরকে ভাগ করে বহে চলেছে কুশিয়ারা নদী৷ তবে আরও বড় রাজনৈতিক বিভাজনের শিকার দুই পড়শির দুই শহর, দুটি ভিন্ন রাষ্ট্রের অর্ন্তগত৷ রাষ্ট্রের সীমানা অবরুদ্ধ করতে পারে নি কর্তব্যের আহ্বানকে৷
ওপারে কুশিয়ারা নদীতে স্নান করছিলেন বাঙলাদেশের কয়েকজন নাগরিক ,এপারে খেলা করছিল দুই বালক৷ হঠাৎ দুই বালকের নজরে পড়ে ওপারের একটি পাড়ায় কুণ্ডলি পাকানো কালো ধোঁয়া, বালক দুটি সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপিয়ে পড়ে ওপারে স্নান করতে নামা বাঙলাদেশীদের চিৎকার করে বলতে থাকে, আগুন লেগেছে,আগুন লেগেছে৷ ওপারের লোকজন সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে আগুন ভয়ঙ্কর রূপ ধারণ করার আগেই নিভিয়ে দেয়৷