একসময় সারা বিশ্বক্রিকেটে যে দল অপ্রতিরোধ্য ছিল, দলে ছিল দক্ষ ক্রিকেটার, নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়া আর সর্বোপরি বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের সুসম্পর্ক৷ সেই ওয়েষ্ট ইণ্ডিজ দলটির সেরা খেলোয়াড়রা বোর্ডের সঙ্গে সংঘাতের জেরে টেষ্ট বা একদিনের ম্যাচে খেলতেই পারছেন না৷ দলেই জায়গা হচ্ছে না তাদের৷ ২০১৪ সালে ভারত সফরের মাঝপথেই ওয়েষ্ট ইণ্ডিজ ক্রিকেটাররা দেশে ফিরে যান বোর্ডের সঙ্গে সংঘাতের জেরে৷ বেতন ও ভাতা নিয়ে এই সমস্যা এখনও মেটেনি৷ ওয়েষ্ট ইণ্ডিজের সি ডব্লু আই ক্রিকেটার নির্বাচিত করে জাতীয় দল তৈরী করে৷ সি ডব্লু আইয়ের হর্তাকর্তারা নিয়ম করেছেন যে, যে সব খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটের কোনও নির্দিষ্ট সংস্করণে খেলবে না তারা জাতীয় দলের ওই সংস্করণে দলে জায়গা পাবে না৷ ফলে অনেক ভাল খেলোয়াড় জাতীয় দলে জায়গা পাচ্ছেন না৷ দলের অধিনায়ক ড্যারেন স্যামি বলেছেন---দুর্বোধ্য এইসব নিয়ম থাকলে ক্যারিবিয়ান ক্রিকেটের উন্নতি হবে কি করে? বিশ্বকাপে কি খেলতেই পারবে না গেইল, ব্রাভোরা? স্যামির এই উৎকণ্ঠাকে গুরুত্ব দিয়ে কি ওয়েষ্ট ইণ্ডিজের ক্রিকেট নিয়ামক সংস্থা ইতিবাচক চিন্তাভাবনা করবেন?
সংবাদদাতা
ক্রীড়া সংবাদদাতা
সময়