পাহাড় জয় করে নজির  প্রথম ভারতীয় দল হিসাবে চার বাঙালীর 

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

অবশেষে উৎকন্ঠা কাটিয়ে স্বস্তির নিঃশ্বাস৷ রবিবার থেকে নিখোঁজ চার বাঙালী পর্বতারোহী৷ তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় (বেসক্যাম্পে) প্রথম ভারতীয় পর্বতারোহী দল হিসাবে তারাই মাউন্ট আলিরত্নি টিববা প্রথমবার কোনরকম গাইড বা বিশদ উপকরণ ছাড়া আল্পাইন স্টাইল এ কেউ এই চূড়া আরোহন করলেন বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে৷ অভিজিৎ বণিক, বিনয় দাস, দিবস দাস  ও চিন্ময় দাস--- এই চার পর্বতারোহী গত ৭ই সেপ্ঢেম্বর পর্বতের খাড়াই ধরে চড়া শুরু করে৷ তাদের কথায় বিকেল ৫ পর্যন্ত শীর্ষ শৃঙ্গ তখনও ২০০ মিটার উঁচুতে৷ এই অবস্থায় তখন প্রায় ৫৩০০ মিটার উচ্চতায় কোন স্লিপিংব্যাগ, টেন্ট, স্নোবুট ছাড়াই একটি পাথরের গর্তে চারজন রাত কাটান৷ সেই রাতেই লাইট সিগন্যালিং করে সামিট ক্যাম্পে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টাও করেন তারা৷ কিন্তু আলো সামিট ক্যাম্প পর্যন্ত পৌঁছয়নি৷ ওয়াকিটকিও কাজ করা বন্ধ করে দেয়৷ তবে চরম প্রতিকূলতার মধ্যেও হাল ছাড়েননি অনড় পর্বতারোহীরা৷ পরের দিন সকালে তারা ফের পর্বতারোহন শুরু করেন৷ সাড়ে আটটা নাগাদ চূড়ায় পৌঁছান৷ বাঙলার পর্বতারোহন ইতিহাসে যা একপ্রকার নজিরবিহীন৷ কোন গাইড ছাড়াই এরকম টেকনিক্যাল পিক সামিট ছোয়া অত্যন্ত কৃতিত্বের বলেই মনে করছে পর্বতারোহী মহল৷