কৃষি কাজের জন্য ভূগর্ভস্থ জল তুলতে তুলতে বদলে যাচ্ছে পৃথিবীর অক্ষ৷ গবেষণায় জানানো হয়েছে--- ১৯৯৩ সাল থেকে ২০১০ সালের মধ্যে ২১৫০ গিগাটন ভূগর্ভস্থ জল তুলে নেওয়া হয়েছে৷ ১ গিগাটনের অর্থ ১০০ কোটি মেট্রিক টন বা ১ লক্ষ কোটি কেজি৷ বিজ্ঞানীদের দাবি, এই পরিমান ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার জেরে পৃথিবীর অক্ষ প্রতি বছর পূর্বের দিকে ৪.৩৬ সেন্টিমিটার সরে যাচ্ছে৷
গবেষণাটির সঙ্গে রয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীরা৷ সোল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী কি-ওন সিও, তাওন জিওন, জি-সুং কিম ও কুকিওন ইয়ম, দক্ষিণ কোরিয়ার এক এক বিশ্ববিদ্যালয় কুংপং ন্যাশনাল ইউনিভারসিটি জিওং ইয়ম৷ এছাড়া, মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের দংদরিওল রু, হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির জিয়ানলি চেন, আমেরিকার ইয়ূনিবার্সিটি অব টেক্সাস-এর ক্লার্ক আর উইলসন৷ বিজ্ঞানী দলটি জানাচ্ছে, পৃথিবীর অক্ষের যে পরিমাণ স্থানবদল ঘটেছে, তা খুবই নগণ্য৷ কিন্তু মাটির তলা থেকে এই বিপুল পরিমান জল তুলে নেওয়া সমুদ্রের জলস্তর বৃদ্ধির অন্যতম কারণ৷