সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে রাঢ় বাংলার বিস্তীর্ণ অঞ্চল জলসংকটের করাল গ্রাসে আক্রান্ত হয়৷ নলকূপ, পুকুর, বাঁধ সবই শুকিয়ে যায়, ভূগর্ভস্থ জলস্তর বিপজ্জনকভাবে নেমে যায়, ফলে নলকূপগুলিও অচল হয়ে পড়ে৷ এ অবস্থায় পানীয় জলের অভাব তীব্র হয়ে ওঠে, জনজীবন বিপর্যস্ত হয়৷
এই সংকট উত্তরণের লক্ষ্যে দক্ষিণ প্রত্যন্ত আনন্দনগরের সুলুংলহর গ্রামের অলকানন্দা (আলকুষা জোড়) নদীর তীরে ২১শে মার্চ, ২০২৫ একটি কূয়া খননের মহতী উদ্যোগ গৃহীত হয়েছে৷