পাঁচরাজ্যের নির্বাচন---লোকসভার সেমিফাইনালে স্বস্থানে বিজেপি, আপের উত্থান, কংগ্রেসের বিপর্যয়

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সব জল্পনার অবসান ঘটিয়ে উত্তরপ্রদেশে দ্বিতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রীর আসনে বসছেন যোগী আদিত্যনাথ৷ একক গরিষ্ঠতা পেলেও গতবারের তুলনায় আসন অনেক কমেছে৷ বিজেপির লক্ষ্যমাত্রা তিন’শোর ঘরে পৌঁছোতে পারেনি৷ উত্তরাখণ্ডেও বিজেপি গরিষ্ঠতা পেয়েছে৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত গোয়া মনিপুরে বিজেপি একক গরিষ্ঠ দল৷ সম্পূর্ণ ফল প্রকাশের পর এই দুই রাজ্যের চিত্র পরিষ্কার হবে৷ এবারে নির্বাচনে উল্লেখ্যযোগ্য ফল হ’ল এই প্রথম দিল্লীর বাইরে একটি রাজ্যে ক্ষমতা দখল করল আম আদমি পার্টি৷ পঞ্জাবে কংগ্রেসের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিল আম আদমি পার্টি৷ বিজেপি যথারীতি পঞ্জাবে মুখ থুবড়ে পড়েছে৷

কংগ্রেসের বিপর্যয় এই নির্বাচনেও অব্যাহত৷ উত্তর প্রদেশে প্রিয়াঙ্কা গান্ধীকে নামিয়েও আশানুরূপ ফল করতে পারেনি কংগ্রেস৷ মায়াবতীর দলও মাথা তুলতে পারেনি৷ উত্তর প্রদেশের লড়াই বিজেপি ও এস.পির মধ্যে সীমাবদ্ধ৷ গত বছরের তুলনায় সমাজবাদী পার্টি আসন বেশী পেলেও বিজেপির ধারে কাছে যেতে পারেনি৷

উত্তরপ্রদেশে যোগীর সাফল্যে রাজনৈতিক মহলে জল্পনা ২০২৪-এর  লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি কে  সরিয়ে প্রধানমন্ত্রীর মুখ হবেন কি যোগী আদিত্যনাথ! তবে এ নিয়ে বিজেপি নেতাদের এই মুহূর্তে চিন্তা ভাবনার কোন সময় নেই৷ যোগী আদিত্যনাথের জয়ে আশংকা কাটিয়ে আপাতত স্বস্তিতে বিজেপি৷