পাঁশকুড়ায় অখণ্ড কীর্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১১ই ফেব্রুয়ারী,২৪ রবিবার পূর্বমেদিনীপুর ভূক্তিকমিটির উদ্যোগে পাঁশকুড়ার খেজুরতলা আনন্দমার্গ আশ্রমে সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ছয় ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্তন অনুষ্ঠিত হয়৷ সমগ্র জেলা থেকে মার্গী ভাই-বোনেরা উপস্থিত হয়েছিলেন৷ কীর্তন পরিবেশন করেন আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ নবীনা আচার্যা, লক্ষ্মণ বেরা, মানস কালসার, শান্তি পাল, অলকা বর্মন, বেদবতী জানা প্রমুখ শিল্পীরা৷ কীর্তন শেষে কীর্তনের প্রয়োজনীয়তা ও ‘বাবা নাম কেবলম নাম সংকীর্তনের মাহাত্ম্য সম্পর্কে বক্তব্য রাখেন শ্রদ্ধেয় ডি.এস দাদা এবং ধর্মপ্রচার সেক্রেটারী শ্রী শুভেন্দু ঘোষ মহাশয়৷ ধন্যবাদ জ্ঞাপন করেন এস.ডি.এম ভূক্তিপ্রধান শ্রীপার্থসারথি পাল৷ প্রায় দেড় শতাধিক ব্যষ্টি মিলিত আহারে অংশ নেন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন  ভূক্তিপ্রধান শ্রী সুভাষপ্রকাশ পাল