সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৮ই অক্টোবর,২৩ কীর্ত্তন দিবস উপলক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার খেঁজুরতলায় তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ সকাল ৮টায় অনুষ্ঠানটি শুরু হয়৷ কীর্ত্তনশেষে মিলিত সাধনা ও স্বাধ্যায়ের পর বাবা নাম কেবলম্ কীর্ত্তনের মাহাত্ম্য ও ৮ই অক্টোবর অষ্টাক্ষরী মহানাম মন্ত্র ‘বাবা নাম কেবলম্’’-এর প্রবর্তনের দিনটির বর্ণনা করে বক্তব্য রাখেন আচার্য দেবাত্মানন্দ অবধূত, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত,ভুক্তিপ্রধান শ্রীসুভাষপ্রকাশ পাল ও লক্ষণ বেরা প্রমুখ৷