পাঁশকুড়ায় প্রাউট ভবনের উদ্বোধন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৭ই এপ্রিল পূর্বমেদিনীপুর ভুক্তির  প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের পক্ষ থেকে পাঁশকুড়া স্টেশন সংলগ্ণ বাজারে প্রাউট কার্যালয় ভবনের উদ্বোধন করা হয়৷ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের জেনারেল সেক্রেটারী আচার্য রবীশানন্দ অবধূত, আচার্য শিবপ্রেমানন্দ অবধূত ও ভুক্তিপ্রধান সুভাষ পাল প্রমুখ৷ ভুক্তিপ্রধান জানান--- পূর্ব মেদিনীপুর জেলায় প্রাউটের প্রচার প্রসারে এই ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷