সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
২৫শে আগষ্ট আনন্দমার্গ প্রচারক সংঘ পাঁশকুড়া আনন্দমার্গ স্কুলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল৷ উক্ত আলোচনা সভায় মার্গ দর্শনের বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা৷ তাঁর আলোচনায় বর্তমান ক্ষয়িষ্ণু সমাজে ও বিপথগামী ছাত্র-যুবকদের যোগ সাধনার অনুশীলন বিশেষ গুরুত্ব পায়৷ তিনি বলেন---বর্তমান সঙ্কট থেকে পরিত্রাণের পথ দেখাতে পারে আনন্দমার্গই৷
প্রায় পঞ্চাশ জন মার্গী ভাইবোন ও বেশ কিছু সাধারণ মানুষ এই আলোচনাসভায় যোগ দিয়েছিলেন৷ তাঁরা খুব আগ্রহ সহকারে বক্তব্য শোনেন৷ আলোচনা সভার ব্যবস্থাপনায় ছিলেন স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ উৎপলা আচার্যা, চন্দনা পণ্ডিত, ও পূর্ব মেদিনীপুরের ভুক্তিপ্রধান মানস কালসার৷