পাট শিল্প বাঁচাতে সদিচ্ছা ও সুষ্ঠ পরিকল্পনা চাই

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

পাট শিল্প নিয়ে রাজনীতি তুঙ্গে৷ কেন্দ্রীয় শাসকদলের এক সাংসদ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই তোপ দাগচ্ছেন পাট শিল্পের সংকটের জন্যে৷ তাঁর অভিযোগ কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে পাটশিল্পের সমস্যা জিইয়ে রেখেছে৷ পাট শিল্প বাঁচাতে তিনি তার প্রাক্তন দলের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে থেকে আন্দোলনের হুমকি দিয়েছেন৷ রাজ্যের শাসক দলও জুট শিল্প বাঁচাতে আন্দোলনে নেমেছে৷ শাসক দলের শ্রমিক সংঘটনের অভিযোগ কেন্দ্রীয় সরকার চক্রান্ত করেই বাঙলার পাটশিল্পে সংকট তৈরী করেছে৷

প্রবীন প্রাউটিষ্ট নেতা শ্রীপ্রভাত খাঁ বলেন---বাঙলার শিল্প অর্থনীতি ধবংস করতে কেন্দ্রীয় চক্রান্ত নূতন নয়৷ স্বাধীনতার পর থেকে কেন্দ্রের কোন সরকারই বাঙলার শিল্প অর্থনীতির উন্নয়নে নজর দেয়নি, বরং ধবংস করার চক্রান্তই করে এসেছে৷ স্বাধীনতার পরেই পাট শিল্পে বাঙলার প্রাপ্য লভ্যাংশ থেকে বাঙলাকে বঞ্চিত করেছে নেহেরু সরকার৷ আজও বাঙলা সেই চক্রান্তের শিকার৷

শ্রী খাঁ বলেন তবে শুধু কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করে জুটশিল্প বাঁচবে না৷ প্রথমত জুট শিল্প বাঁচাতে কেন্দ্র ও রাজ্য সরকারের সদিচ্ছা থাকা চাই৷ তারপর বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাস্তব সম্মত পরিকল্পনা নিতে হবে৷ যে পরিকল্পনার কথা প্রাউটিষ্টরা দীর্ঘদিন ধরে বলে এসেছে৷ কিন্তু রাজ্য ও কেন্দ্রের কোন সরকারই সে কথায় কান দেয়নি৷ মনে রাখতে হবে আজ বিজ্ঞান অনেক এগিয়ে গেছে৷ পাটজাত পণ্যের বিকল্প বাজারে এসে গেছে৷ তাই পাটজাত পণ্যের ব্যবহারও কমে গেছে৷ এই পরিস্থিতিতে পাটশিল্প বাঁচাতে হলে বাস্তব সম্মত পরিকল্পনা নিতে হবে৷ কি সেই পরিকল্পনা জানতে চাওয়া হলে---শ্রী খাঁ বলেন প্রাউট দর্শনের প্রবক্তা অনেক আগেই সেই পরিকল্পনার কথা বলেছেন পাট শিল্পকে বাঁচাতে৷ কিন্তু অর্থনীতিবিদ রাজনীতিবিদ কেউই সে কথায় কর্ণপাত করেননি৷ পাট শিল্পকে  বাঁচানোর  সদিচ্ছা থাকলে সংকীর্ণ রাজনীতি ছেড়ে কেন্দ্র ও রাজ্য সরকারের উচিত প্রাউটিষ্টদের সঙ্গে আলোচনায় বসা৷